প্রারম্ভিকা * Welcome To Our Institute



আলোকিত মানুষ তৈরীর জন্য চাই সুশিক্ষা। একমাত্র সুশিক্ষাই পারে একটি সুশৃঙ্খল জাতি গড়তে। শিক্ষা মানুষের মানবিক মূল্যবোধের বিকাশের মূল চাবিকাটি। শিক্ষা মানুষের মধ্যে মমত্ববোধ তৈরী করে। প্রকৃত অর্থে মানুষের অন্তরে  মমত্ববোধের বিকাশের সুতিকাগার হচ্ছে আদর্শ শিক্ষা ও জ্ঞান। 

অভিভাবক মাত্রই তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে সচেষ্ট থাকেন। উল্লেখ্য যে, একজন শিক্ষার্থীকে তার জ্ঞান অর্জনের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে অভিভাবক, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য । এ ত্রিপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় একজন শিক্ষার্থীকে জাতীয় দায়িত্ব পালনে সক্ষম নাগরিক হিসেবে গড়ে তোলা সহজ হয়। তাই সুনাগরিক তৈরীতে চাই সুশৃঙ্খল শিক্ষাপ্রতিষ্ঠান ও দূরদৃষ্টি সম্পন্ন শিক্ষক।  

এই চেতনা-বিশ্বাস ও উপলব্দিকে সামনে রেখে আমরা আলহাজ্ব হযরত মওলানা মুফতি আব্দুল হক ছাহেব (রাহঃ) প্রকাশ বুড়া মওলানা কতৃক ১৯৪৮ খৃষ্টাব্দে প্রতিষ্ঠিত মাদরাসার ধ্বংশপ্রাপ্ত মাটির প্রাচীরের নির্মিত ভবন ধ্বংশ প্রাপ্তির দীর্ঘ ৫০ বছর পর তাঁরই সুযোগ্য সন্তান মরহুম হযরত মওলানা আরিফুল হক ছাহেবের একক প্রচেষ্টায় 2018 খৃষ্টাব্দে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনে ইসলামিক কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠ করেছি। অত্র প্রতিষ্ঠানের সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী, উন্নত ব্যবস্থাপনা ও মনোরম পরিবেশ এতদ অঞ্চলের অন্য যে কোন প্রতিষ্ঠানের চেয়ে স্বতন্ত্র বৈশিষ্টের দাবিদার।

তাই আমাদের একান্ত আশা অত্র শিক্ষা প্রতিষ্ঠানই হবে আপনার সন্তানের জন্য প্রথম পছন্দ।

Read More->

Result Search

Class
Department/Section/Group
Session
Exam

সভাপতির বাণী

اَلسَّلَامُ عَلَيكُم وَرَحمَةُ الَّهِ وَبَرَكَاتُهُ

إن الحمد لله العظيم. من هو فريد من نوعه والحاكم المطلق للشرق والغرب والشمال والجنوب. بسم الله الرحمن الرحيم. دارود وسلام هما القائدان العظيمان اللذان برزا كمعلمين للحضارة الإنسانية. الذين مجدت تعاليمهم البشرية. 

সম্মানিত দর্শক- জীবনের এক অপূরণীয় আশার আজ আপনাদের দোয়ার বরকতে পূরণ করতে চলেছি। জীবন সায়াহ্নে এসে এরকম একটি আশা পূরণ মহান আল্লাহর করুনার বারি বই কিছুই নয়। অধমকে আল্লাহ্ আপনাদের খেদমতের জন্য যে নির্বাচিত করেছেন তার জন্য মহামহিম করুনার আধার আল্লাতায়ালার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আপনাদের আন্তরিক সহযোগিতা ও সহমর্মিতা কামনা করছি যেন এই পথ চলায় আপনারা আমাদের সারথী হয়ে মহান আল্লাহর সন্তুষ্টি এবং তাঁর রসুল (সঃ) এর শাফায়াত লাভের পথকে সহজ করবেন। আমিন! 

আপনাদের নিকট আমাদের বিনীত অনুরোধ আপনাদের শিশুদের এই প্রতিষ্ঠানে ভর্তি করাবেন যাতে আপনাদের সন্তানদের সেবার মাধ্যমে আপনাদের দোয়া আমাদের নসীব হয়। মা-আস্সালাম।

Read More->

অধ্যক্ষের বাণী

إن الحمد لله العظيم. من هو فريد من نوعه والحاكم المطلق للشرق والغرب والشمال والجنوب. بسم الله الرحمن الرحيم. دارود وسلام هما القائدان العظيمان اللذان برزا كمعلمين للحضارة الإنسانية. الذين مجدت تعاليمهم البشرية.সুপ্রিয় দর্শক আস্সলামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্। ১৯৪৮ খ্রীস্টাব্দ। বোয়ালখালী উপজিলার, পশ্চিম খরণদ্বীপ এলাকার কৃতি সন্তান, ক্ষনজন্মা পুরুষ মুফতি হযরত মওলানা আব্দুল হক মরহুম (রহঃ) কতৃক প্রতিষ্ঠিত মাটির ঘরের মধ্যে শুরু হওয়া এই মাদরাসা নানা প্রতিকুলতার কারণে ধ্বংস হয়ে যায়। দীর্ঘ অর্ধ-শতাব্দীকাল এই মাদরাসার ধ্বংসস্তুুপ এতদ অঞ্চলের মানুষ অবলোকন করেছে। আল্লাহর অসীম দয়ায় তাঁরই যোগ্য উত্তরসুরী তাঁর কনিষ্ট পুত্র মরহুম হযরত মওলানা আরিফুল হক ছাহেবের অক্লান্ত পরিশ্রমে আজ সেই ধ্বংসস্তুপ বিশাল ইমারতে পরিনত হয়েছে । আজ মরহুম হযরত মওলানা আরিফুল হক ছাহেব আমাদের মাঝে নেই। কিন্তু তাঁর উত্তরসুরী ও শুভাকাঙ্খী গণ এই মাদরাসার পৃস্টপেষকতার গুরু দায়িত্ব কাঁধে নিয়ে আপনাদেরকে একনিষ্টভাবে সেবা দিয়ে যাচ্ছেন। মরহুম হযরত মওলানা আরিফুল হক ছাহেবের উত্তরসুরীদের একাগ্রতার সাথে আপনাদের আন্তরিক সহযোগিতা ও সহমর্মিতা একত্র হলে আমার দৃঢ় বিশ্বাস এই প্রতিষ্ঠান আগামী দিনগুলিতে এক বিশাল মহীরুহের রূপ পরিগ্রহ করবে। সেই মহতী আশায় দীগন্তের উদীয়মান আলোকরাশির উজ্জলতর প্রভা সতত আমাদের দিক নির্দেশক হয়ে মহান আল্লাহর রেজামন্দি ও তাঁরই প্রদত্ত সিরাজাম মুনিরাহ্ মহানবী হযরত মহাম্মদ মুস্তফা (সঃ) এর শাফায়াত আমাদের সকলের নসীব করতে পারঙ্গম হবে । মা-আস্সলাম।

Read More->

Complain/Suggest Corner

Calendar